যারা গবেষণায় আগ্রহী এবং পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান তাদের জন্য একটি রিসার্চগেট প্রোফাইল অত্যাবশ্যকীয়। একজন শিক্ষার্থীর জন্য রিসার্চগেট প্রোফাইল কেন গুরুত্বপূর্ণ, তার কিছু কারণ হচ্ছে –
১) আপনার রিসার্চগেট প্রোফাইল অনেকটা আপনার সিভির মতো, যদি সিভিটা কোন গবেষকের হতো। আপনার এই প্রোফাইল দেখেই যে কোন গবেষক বা প্রফেসর আন্দাজ করতে পারবেন আপনার রিসার্চ কতটা ইমপ্যাক্টফুল বা ভ্যালিড।
২) বাইরের ইউনিভার্সিটিতে এপ্লাই করতে গেলে সিভি জমা দিতে হয় এবং সেখানে রিসার্চগেট প্রোফাইলের লিংক দেয়া সমীচীন।
৩) অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেপার “Sci-hub” ব্যবহার করেও ডাউনলোড করা যায় না। কিন্তু সেই পেপারটা যদি রিসার্চগেটে সার্চ করা হয়, তাহলে ওই পেপারটির অথোরের রিসার্চগেট প্রোফাইলে যদি পেপারটি আপলোড করা থাকে, তাহলে সেখানে থেকে খুব সহজেই পেপারটা ডাউনলোড করা সম্ভব।
৪) রিসার্চগেট আপনাকে দেশ-বিদেশের অসংখ্য প্রফেসর এবং শিক্ষার্থীদের সাথে যুক্ত হওয়ার এবং তাদের রিসার্চ সম্পর্কে জানার সুযোগ করে দিবে।
এবার আসি কীভাবে আপনি একটি রিসার্চগেট প্রোফাইল ওপেন করবেন। রিসার্চগেট প্রোফাইল ২ ভাবে ওপেন করা সম্ভব- With Institutional Email অথবা Without Institutional Email। চলুন তাহলে ধাপগুলো দেখে নেই –
WITH INSTITUTIONAL EMAIL —-
ধাপ-১ : আপনাকে প্রথমে রিসার্চগেট ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিংক – https://www.researchgate.net/
ধাপ-২ : “Join for free” অপশনটিতে ক্লিক করতে হবে।
ধাপ-৩ : “What type of researcher are you?” সেকশনে “Academic or student” অপশনটি সিলেক্ট করতে হবে।
ধাপ-৪ : এরপরের পেজে আপনার ইউনিভার্সিটি এবং যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, সেটার নাম দিতে হবে।
ধাপ-৫ : পরবর্তী পেজে আপনার নাম, ইউনিভার্সিটি ইমেইল (অর্থাৎ .edu মেইল) এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে “Continue” তে ক্লিক করতে হবে।
ধাপ-৬ : পরবর্তী কয়েকটি ধাপে আপনাকে আপনার ডিসিপ্লিন, স্কিলস সিলেক্ট করতে বলা হবে এবং আপনার ছবি আপলোড করতে হবে।
ধাপ-৭ : ধাপ ৬ সম্পূর্ণ শেষ হলে একটি নতুন পেজ দেখাবে এবং সেখানে লেখা থাকবে যে আপনার ইউনিভার্সিটি/ইনস্টিটিউশনাল ইমেইলে একটি এক্টিভেশন মেইল পাঠানো হয়েছে।
ধাপ-৮ : আপনার ইউনিভার্সিটি মেইল একাউন্টে গিয়ে, রিসার্চগেটের এক্টিভেশন মেইল ওপেন করে, “Confirm email address” অপশনে ক্লিক করলেই চালু হয়ে যাবে আপনার রিসার্চগেট একাউন্ট।
WITHOUT INSTITUTIONAL EMAIL —-
ইউনিভার্সিটি মেইল ছাড়া আইডি খুলতে হলে আপনাকে পরিচিত কোন সিনিয়র বা ফ্রেন্ড যারা ইউনিভার্সিটি মেইল দিয়ে রিসার্চগেট আইডি ওপেন করেছে তাদেরকে অনুরোধ করতে হবে রিসার্চগেটে আপনাকে ইনভাইট করতে। এর জন্য –
- যে ইনভাইট করবে তাকে “Invite colleagues via email” অপশনে গিয়ে আপনার পার্সোনাল ইমেইলে এড্রেসে একাউন্ট নমিনেশন পাঠাতে হবে। তবে এটার বড় অসুবিধা হচ্ছে যার রিসার্চগেট একাউন্ট আছে সে ৫ জনের বেশি কাউকে নমিনেট অর্থাৎ ইনভাইট করতে পারবে না।
- পরবর্তীতে আপনার ইমেইল এড্রেসে রিসার্চগেট থেকে একটি ইনভাইটেশন মেইল যাবে, সেখানে “Accept invitation” অপশনে ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হবে। এর পরে আপনার বিভিন্ন তথ্য ফিল-আপ করে আপনি একটি রিসার্চগেট একাউন্ট ওপেন করে ফেলতে পারবেন (উপরোক্ত ধাপ (ধাপ ৪-৬) গুলোর অনুরূপ)।
- এছাড়াও আপনি কোন পেপার পাবলিশ করে থাকলে, আপনার কো-অথার আপনাকে সহজেই ইনভাইট পাঠাতে পারবে।
©Aqib Adnan Shafin