গবেষণা শিখতে গেলে কোন কোন সফটওয়ারের কাজ শেখা লাগবে?

এটা একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় ; তবে সাধারণত সব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য কমন কিছু সফটওয়্যার এর কাজ শেখা লাগে ।

  1. Statistical package (SPSS, SAS, STATA, R, …)
  2. Qualitative research software (Atlas.ti, NVivo…Excel)
  3. Editing text software (Word, OpenOffice, LaTeX, Scrivener…)
  4. Presentations (PowerPoint, Prezi…)
  5. Bibliography manager (Zotero, EndNote, Mendeley…)

যারা একেবারেই নবীন, তারা প্রত্যেকটা ক্যাটাগরিতে অন্তত একটা সফটওয়্যার এর কাজ ; ভালোমতো শিখে নিতে পারেন।

– মোরশেদ আলম