গাড়ী চালানোর দক্ষতা  বা ড্রাইভিং প্রশিক্ষন

যারা Masters বা PhD এর জন্য ইউএসত্র আসছে তাদের জন্য দেশ থেকে গাড়ী চালানোর দক্ষতা  বা ড্রাইভিং প্রশিক্ষন নিয়ে আসা জরুরী ।

বড় শহর ছাড়া আমেরিকায় পাবলিক বাস সার্ভিস খুবই লিমিটেড । গাড়ী ছাড়া  ক্লাস ও গবেষণায় সময়মত উপস্হিত থাকা অনেকের জন্য কঠিন হয় ।

আর ছাত্রদের অনেক সময় শহর থেকে দুরে  থাকতে হয় কারন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসা ভাড়া বেশী । পাবলিক বাস সার্ভিস আধঘন্টা বা একঘন্টা পরপর থাকায় যাতায়াতে দুই-তিন ঘন্টা লেগে যায় ।

এসব কারনে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ঠিকমত গবেষণায় সময়  দেওয়া কষ্টকর হয়ে পড়ে ।

-Mohammad A. Halim