গুগল থেকে তথ্য খুঁজে বের করতে শর্ট কাট

যারা গুগল থেকে তথ্য খুঁজে বের করতে অভ্যস্ত নন, নিচের শর্ট কাট গুলো একটু দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ ইনফরমেশন বের করা। অনেক জিজ্ঞাসার জবাব সিম্পল এক-ক্লিক এর গুগল সার্চ। প্রোফাইল ইভ্যালুয়েশন, ভার্সিটি সার্চ, টুইশন ফি কত, IELTS, GRE পয়েন্ট, এপ্লিকেশনের লাস্ট ডেট কবে ইত্যাদি পোস্ট গুলার জবাব কিন্ত গুগলেই পাওয়া যায়।

গুগল সার্চ শর্ট-কাট:

১. কোন বিশেষ দেশের ভার্সিটির লিস্ট খুজছেন?

Google এ টাইপ করুন: 𝐋𝐢𝐬𝐭 𝐨𝐟 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐗

এখানে X = দেশের নাম,

যেমন: List of Universities in Canada

২. কোন ভার্সিটির বিশেষ ডিপার্টমেন্টের প্রফেসরদের লিস্ট খুঁজছেন পিএইচডির জন্য ইমেইল করবেন বলে?

Google এ টাইপ করুন: 𝐗 𝐘 𝐟𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐥𝐢𝐬𝐭

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিপার্টমেন্ট এর নাম

যেমন: University of Toronto Mathematics faculty list

৩. ভার্সিটির মাস্টার্স/পিএইচডির স্কলারশিপ তথ্য/ফান্ডিং খুজছেন?

Google এ টাইপ করুন: 𝐗 𝐘 𝐟𝐮𝐧𝐝𝐢𝐧𝐠

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Masters /PhD

যেমন: McGill University Masters funding

৪. ভার্সিটি খুজে পেয়েছেন, কিন্ত কোন বিশেষ প্রশ্ন রয়েছে, তাদেরকে ইমেইল/ফোনে জিজ্ঞাসা করে ক্লিয়ার হতে চান?

Google এ টাইপ করুন: 𝐗 𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬

এখানে X = ভার্সিটির নাম

যেমন: Simon Fraser University contact us

৫. ভার্সিটির এডমিশন রিকুয়ারমেন্ট খুঁজছেন? আপনার সিজিপিএ ম্যাচ করবে নাকি ইত্যাদি এসব নিয়ে জিজ্ঞাসা?

Google এ টাইপ করুন: 𝐗 𝐘 𝐙 𝐚𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Bachelor/ Masters /PhD, Z = সাবজেক্টের নাম

যেমন: Concordia University bachelor computer engineering admission requirement

৬. অমুক ভার্সিটির অমুক কোর্সের টুইশন ফি কত?

Google এ টাইপ করুন: 𝐗 𝐘 𝐭𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐟𝐞𝐞

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Undergraduate/ Masters/ MEng

যেমন: University of Manitoba undergraduate tuition fee

৭. আমার IELTS এর পয়েন্ট এত এত। আমি কি অমুক ভার্সিটিতে এপ্লাই করতে পারব?

Google এ টাইপ করুন: 𝐗 𝐘 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Undergraduate/ Masters/MEng/PhD

যেমন: university of Alberta undergraduate IELTS requirement

৮. অমুক ভার্সিটিতে এপ্লিকেশনের লাস্ট ডেট কবে?

Google এ টাইপ করুন: 𝐀 𝐁 𝐂 𝐃 𝐚𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐝𝐞𝐚𝐝𝐥𝐢𝐧𝐞

এখানে A = ভার্সিটির নাম, B = ডিগ্রির নাম যেমন: Undergrdaute/ Masters /PhD, C = সাবজেক্টের নাম, D = সেশনের নাম যেমন: Fall/Winter 2020

যেমন: Memorial University of New Foundland Undergrdaute BBA Fall 2020 application deadline

৯. আন্ডারগ্রাডদের অমুক কোর্সের ক্রেডিট ট্রান্সফার নিয়ে প্রশ্ন?

Google এ টাইপ করুন: 𝐗 𝐘 𝐮𝐧𝐝𝐞𝐫𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐜𝐫𝐞𝐝𝐢𝐭 𝐭𝐫𝐚𝐧𝐬𝐟𝐞𝐫

এখানে X = ভার্সিটির নাম, Y = সাবজেক্টের নাম

যেমন: University of Manitoba BBA undergraduate credit transfer

১০. আমি অমুক ভার্সিটিতে/শহরে যাচ্ছি। মাসে কত খরচ লাগবে থাকা, খাওয়া, হেলথ ইনসিওরেন্স ইত্যাদি?

Google এ টাইপ করুন: 𝐗 𝐥𝐢𝐯𝐢𝐧𝐠 𝐜𝐨𝐬𝐭

এখানে X = ভার্সিটির (অথবা শহরের) নাম

যেমন: University of Alberta living cost

শেয়ার করুন!!

© Md Nazmul Hasan Topu, UBC, Canada

https://www.facebook.com/share/p/5kcr6n3uTUJKNzJP/