চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) পরিবার, শ্রদ্ধাভরে স্মরণ করছি

“ফিরে এল বিজয় দিবস
নেইতো খোকা ঘরে,
সেই যে গেল আর এলোনা
যুদ্ধে একাত্তরে।”

-জনি হোসেন

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়, যার ফলে পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের।

বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেইকো শেষ, বাংলাদেশ আমার বাংলাদেশ-বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্ত্বাকে। মহান বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা পরামর্শক হেনরি কিসিঞ্জারকে বলতে ইচ্ছে হয়-

“হে কিসিঞ্জার ‘তলাবিহীন ঝুড়ি’ নয়
আমরা এক নতুন বাংলাদেশ!”

আমরা চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) পরিবার, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব স্বপ্নভাজনদের যারা বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছে মহান বিজয়।

১৬ই ডিসেম্বর হোক আমাদের অহংকার, সকল অন্যায়ের বিরুদ্ধে বারবার বিজয়ের উল্লাসের উপলক্ষ!🇧🇩

#১৬_ডিসেম্বর
#মহান_বিজয়_ দিবস২০২৩
#CURHS