জার্মানিতে প্রতিমাসে খরচ

একজন মানুষের প্রতি মাসে খরচ কত হতে পারে তা নির্ধারণ করা খুব কঠিন কাজ। কারণ ব্যক্তির খরচ নির্ভর করে তার লাইফ স্টাইলের উপর। তবুও আমি আজ আলোচনা করবো একজন ছাত্র বা ছাত্রীর জার্মানিতে থাকতে প্রতি মাসে অ্যাভারেজ কত খরচ হতে পারে।

ইউরোপের দেশ গুলোর মধ্যে জার্মানিতে স্টুডেন্টদের খরচ কিছুটা কম। আপনার প্রতি মাসে নিম্নের খাত গুলোতে খরচ করতে হবে-

  • বাসা ভাড়া
  • খাবার
  • মোবাইল ও ইন্টারনেট
  • হেলথ ইনস্যুরেন্স
  • সেমিস্টার ফি
  • অন্যান্য

১/ বাসা ভাড়া

বাসা ভাড়া নির্ভর করে আপনি কোন সিটিতে থাকেন সেটার উপর। বড় শহর গুলোতে যেমন Cologne, Munich, Hamburg, Düsseldorf এবং Frankfurt এ স্বাভাবিক ভাবেই বাসা ভাড়া বেশি। তবে মজার ব্যাপার হচ্ছে জার্মানিতে গ্রাম গুলোতে বাসা ভাড়া অনেক বেশি। ছোট শহরগুলোতে বাসা ভাড়া কিছুটা কম। আপনি যদি একা এক ফ্ল্যাটে থাকতে চান সেক্ষেত্রে ভাড়া অনেক বেশি পড়বে। সবচেয়ে ভাল হয় স্টুডেন্ট হল গুলোতে থাকতে পারলে। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে ২০০-৩৫০ ইউরো। আরেকটা উপায় হতে পারে কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া নেওয়া। বেশীরভাগ স্টুডেন্টরা মূলত এটাই করে। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ১২০-২০০ ইউরো।

২/ খাবার

জার্মানিতে খাবার খরচ খুবই কম যদি নিজেরা রান্না করে খান। মনে রাখবেন জার্মানিতে বুয়া নাই। যারা একেবারেই রান্না পারেননা তাঁরা দয়া করে কিছু হলেও রান্না শিখে আসিয়েন। আর যদি মনে করেন বাহিরে মামার দোকান থেকে আলুভর্তা, ডাল আর মাংসের একটা টুকরা নিয়ে কোন রকমে দিন পার করে দিবেন তাহলে সেটা আপনার দিবাস্বপ্ন ছাড়া কিছুইনা। জার্মানিতে এখন পর্যন্ত বাঙ্গালি কোন রেস্টুরেন্ট আমাদের চোখে পড়েনি। ইনশাআল্লাহ্‌ আপনার চোখেও পড়বেনা। বাহিরে যদি খেতে চান তাহলে প্রতিদিন আপনাকে অন্তত ১৫ ইউরো খরচ করতে হবে। নিজে রান্না করে খেলে সারা মাসে ১০০ ইউরো খেয়ে মনে হয়না শেষ করতে পারবেন।

৩/ মোবাইল ও ইন্টারনেট

আমরা যারা প্রবাসে থাকি তাঁদের কাছে মোবাইল আর কম্পিউটার যে কতটা অপরিহার্য বিষয় তা ভাষায় বুঝানো যাবেনা। মোবাইল খরচ নির্ভর করবে আপনার দেশে কথা বলার প্রয়োজনীয়তার উপর। সবচেয়ে ভাল হয় আপনি যদি ভাইবার, ইমো বা স্কাইপ দিয়ে দেশে কথা বলতে পারেন। সেক্ষত্রে আপনার খরচ হবে প্রতিমাসে ৭-২০ ইউরো। আর যদি মনে করেন আপনি সরাসরি ফোনে কথা বলবেন সেক্ষেত্রে খরচ হবে ২০-৩০ ইউরো।

৪/ হেলথ ইনস্যুরেন্স

অনেকেই ইনস্যুরেন্সের খরচটাকে মনে করে বাড়তি একটা ঝামেলা। তবে আল্লাহ্‌ না করুক একবার যদি বড় কোন রোগে আক্রান্ত হয়ে যান তাহলে বাপ-দাদার জায়গা জমি বিক্রি করেও চিকিৎসার খরচ মিটাতে পারবেননা কারণ এখানে চিকিৎসা খরচ খুব বেশি। ইনস্যুরেন্স দিয়ে আপনি ইচ্ছামত ফ্রি তে ডাক্তার দেখাতে পারবেন যতবার ইচ্ছা ততবার। আপনাকে প্রতিমাসে ইনস্যুরেন্স খরচ দিতে হবে ৮০-৮৫ ইউরো।

৫/ সেমিস্টার ফি

প্রতি বছরে আপনাকে দুইবার সেমিস্টার ফি দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি বিভিন্ন। সেমিস্টার ফি এর সাথে ট্রান্সপোর্টেশন খরচ যুক্ত থাকে। প্রতি সেমিস্টার এ সেমিস্টার ফি হতে পারে ১৫০-৩৫০ ইউরো।

৬/ অন্যান্য

অন্যান্য খরচের মধ্যে প্রিন্ট, খাতা কলম, কাপড় ইত্যাদি। বাজে কোন অভ্যাস না থাকলে ২০-৫০ ইউরো এই খাতে খরচ হবে।

তাহলে আসুন এবার দেখা যাক “জামান” নামক ছাত্রের প্রতিমাসে খরচের তালিকা-

বাসা ভাড়া ২০০

খাবার ১০০

মোবাইল ও ইন্টারনেট ৩০

হেলথ ইনস্যুরেন্স ৮৫

সেমিস্টার ফি (বছরে ২ বার)

অন্যান্য ৩০

সর্বমোট (প্রতি মাসে) ৪৪৫ ইউরো

যেকোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন।

মোঃ শামসুজ্জামান (জামান)

Bioengineering

Rhine-Waal University of Applied Sciences

Kleve, Germany