“তারুণ্যের সংলাপ: আমার দেশ, আমার ভাবনা” শীর্ষক উন্মুক্ত আলোচনাসভা থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় Drishty Chittagong এর আয়োজনে এবং ওয়েল ফুড এর পৃষ্ঠপোষকতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত আলোচনাসভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আবদুন নুর তুষার, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম আবু নোমান,বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা সৈয়দ নুরুল ইসলাম, অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, ব্যবসায়ী নেতা জনাব এস এম আবু তৈয়ব, চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার জনাব মাশরুর শাকিল প্রমুখ। এছাড়াও চট্টগ্রাম এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণও আলোচনায় অংশ নেন এবং আলোচকবৃন্দের উদ্যেশ্যে প্রশ্ন করেন। আলোচক বৃন্দ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদানের পাশাপাশি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে তরণ সমাজকে নেতিবাচক চিন্তা ব্যতিরেকে ইতিবাচক চিন্তার মধ্য দিয়ে এগিয়ে আসতে আহবান জানান।
চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এর সদস্যগণও আলোচনায় অংশগ্রহণ করেন এবং আলোচকবৃন্দের নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন উপস্থাপন করেন।
#CURHS
#drishty_chittagong