বিজ্ঞান ও গবেষণা একটি দেশকে সমৃদ্ধশালী করতে নিঃসন্দেহে অপরিসীম অবদান রাখে। বাংলাদেশ প্রযুক্তি ও গবেষণায় বিকশিত হওয়ার দিক দিয়ে এখনও অনেক পিছিয়ে ।
গবেষণায় বিস্তৃতি অর্জনের লক্ষ্যে নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ২ ডিসেম্বর ২০২৩, দৃষ্টি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত “নোবেল বিজ্ঞান বক্তৃতা” শীর্ষক একটি সেমিনার ‘থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম’ এ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. এস এম মাহবুবুর রশিদ।
প্যানেল অলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজ উদ্দিন ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসের(বিআই টিআইডি) এর বিভাগীয় প্রধান ও ল্যাব ইন চার্জ ডাঃ মোহাম্মদ জাকির হোসেন।
উপস্থিত বক্তারা দেশের তরুণ সমাজকে গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। কেননা বর্তমান আঙ্গিকে দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রতে পরিণত করতে তরুণ সমাজকে গবেষণামুখী হতে হবে বলে মনে করেন আলোচকেরা। এবং তারা আরো প্রত্যাশা রাখছেন যে আগামী প্রজন্মে এদেশ থেকেও নোবেল বিজয়ী’র জন্য মনোনীত হতে পারে। এটা অকল্পনীয় কিছু নয়। সারাবিশ্ব এগিয়ে গিয়েছে আমাদেরও এগিয়ে যেতে হলে তরুণদের গবেষণামুখী হতে হবে।
উল্লেখ্য মিলনায়তনে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল,চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যুগ্ম সম্পাদক আল আমিন, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাবের মডারেটর আব্দুল কাইয়্যুম সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আদনান মান্নান।
উল্লেখ্য, আলোচনা সভার সহ আয়োজক ছিল চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ (এনওয়াইবিবি), হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাব, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব, হোয়াইট বোর্ড সাইন্স ক্লাব ।