প্রোফাইল তৈরির কাজ

আজ থেকেই শুরু করো তোমার প্রোফাইল তৈরির কাজ।

আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ডিং পেতে নিজের প্রোফাইল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রোফাইল ৬ টি বিষয়ের উপর নির্ভর করেঃ

  • GRE Score
  • IELTS score
  • CGPA
  • Research experience
  • SOP
  • LOR

এই প্রত্যেকটি বিষয় ই আপনার এডমিশন পেতে এবং ফান্ডিং পেতে সমান ভূমিকা পালন করবে। সাধারণত ধরা হয়ে থাকে যে এই ৬ টির মধ্যে যে কোনো ৪ টি অনন্য পর্যায়ে থাকলে QS র‍্যাংকিং এ সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফুল ফান্ডিং এডমিশন পাওয়া যায়।

 

প্রত্যেকটি বিষয়েই সমান গুরুত্ব দিতে হয়। কোনোটাতে সময় বেশী লাগতে পারে। আবার কোনোটাতে সময় কম লাগতে পারে। তবে আবেদন এর সময়ের প্রায় ১ বছর আগে থেকে এক্টিভ থাকলে এবং ডেডিকেশন দিয়ে কাজ করলে যে কোনো ৪ টি ফ্যাক্টর কম্পিটিটিভ তৈরি করা সম্ভব।

একটি কম্পিটিটিভ প্রোফাইল তৈরি করা হলো শুরুর দিকের ভিত্তি। মনে রাখবেন আপনার বাসার খুটি দুর্বল হলে যেমন বাসাটি তেমন বেশি টেকসই হয় না, তেমনি আপনার প্রোফাইল কম্পিটিটিভ না হলে ভালো র‍্যাংকিং এর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডিং সহ এডমিশনের প্রোসেসে আপনি অবশ্যই পিছিয়ে থাকবেন আর ৫ জন ক্যান্ডিডেট থেকে।

তাই আমি বলে থাকি যে উচ্চশিক্ষার প্রস্তুতি শুরু হোক ১ম বর্ষ থেকেই। তোমরা যারা অনার্সে পড়তেছো তাদের বলবো আজ থেকেই নিজের প্রোফাইল তৈরির কাজে লেগে পরো। তা না হলে পরে অনেক চাপ এসে পড়বে জীবনে। কাজগুলো শর্ট টাইমে করতে গেলে সব এলোমেলো হয়ে যেতে পারে। সর্বপরি ভুগান্তিতে পরে যেতে পারো। তাই, আজ থেকেই শুরু করো তোমার প্রোফাইল তৈরির কাজ।

 

ধন্যবাদ

নিউটন নিয়োগী

গ্র‍্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট

সিরাকিউজ ইউনিভার্সিটি

সিরাকিউজ, নিউইয়র্ক।