একটা গবেষণাপত্র বা রিসার্চ পেপার লিখে শেষ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চেক লিস্ট অনুযায়ী প্রত্যেকটি বিষয় ঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়া। তাই চেকলিস্টটি ভালভাবে চেক করে প্রতিটি প্রশ্ন উত্তর যাচাই করে পেপারের গুণগতমান অনেক বৃদ্ধি করা যায় । ভাল জার্নালে পাব্লিশ করতে চাইলে পেপারের গুনগত মান বৃদ্ধি করা অনেক জরুরি। একটি চেক লিস্টে সাধারণত তুলে ধরা হয় কোন কোন বিষয়গুলো আপনার গবেষণাপত্রে থাকা অবশ্যই জরুরি । একটি চেক লিস্ট কেমন হতে পারে সেটা দেখার জন্য নিচে থমসন রিভার ইউনিভার্সিটি কর্তৃক প্রণীত একটি চেক লিস্ট আপলোড করেছি । একপলক দেখে নিতে পারেন কেমন হতে পারে একটি চেক লিস্ট। চাইলে এই চেক লিস্ট টি ব্যাবহার করেও নিজের গবেষণা পত্রটি কেমন হয়েছে বুঝে নিতে পারেন।
ধন্যবাদ
Attachment- Research-Paper-Checklist40018 (2)