গবেষণা ও উচ্চশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশ বৃদ্ধি পাচ্ছে এবং তাও যদি পশ্চিমা দেশগুলোতে সুযোগ হয় তাতে তো কোন কথায় থাকে না! ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় তারা প্রস্তুতি নিচ্ছে নিজেদের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষার জন্যে।
উচ্চশিক্ষার জন্য নানান বিষয়ে নানা দক্ষতা অর্জনের পাশাপাশি নানান প্রতিবন্ধকতারো সম্মুখীন হতে হয় যেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটি পথ হল স্কলারশিপ!
দেশে ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,সংগঠন বা সংস্থাগুলো সরকারি ও বেসরকারি স্কলারশিপ প্রদান করে। এইসব স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের দেশে ও পছন্দের বিষয়ে উচ্চশিক্ষায় যেতে পারে।
গোটা বিশ্বে বহু স্কলারশিপ রয়েছে কিন্তু সবগুলো এক প্লাটফর্মে থাকেনা বিধায় শিক্ষার্থীদের বিরক্তিভাব আসতে পারে! তাই আমরা চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি চেষ্টা করেছি উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে একই সাথে নানা স্কলারশিপের জানা-অজানা অনেক তথ্য তুলে ধরতে।
কিছু জনপ্রিয় ওয়েবসাইটের লিংক দেয়া হলো,যেখান থেকে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে আপনার পছন্দের স্কলারশিপ খুজে নিতে পারবেন –
𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝗳𝗼𝗿 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়:
http://www.shed.gov.bd/…/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0…
𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝗣𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻𝘀:
https://www.google.com/…/phd-scholarships-positions/amp/
𝟮𝟮𝟴𝟮+ 𝗣𝗵𝗗 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝗙𝗲𝗹𝗹𝗼𝘄𝘀𝗵𝗶𝗽𝘀 𝗮𝗻𝗱 𝗴𝗿𝗮𝗻𝘁𝘀 𝗳𝗼𝗿 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵𝗶 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
https://www.wemakescholars.com/bangladeshi-scholarships…
𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝗳𝗼𝗿 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵𝗶:
https://www.scholars4dev.com/…/scholarships-for…/
𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝗔𝗱𝘀:
https://www.scholarshipsads.com/category/tags/bangladesh/
আশা করি শিক্ষার্থীরা এতে অনেক উপকৃত হবেন এবং আপনাদের সফলতায় আমাদের সফলতা।
-Chittagong University Research & Higher Study Society (CURHS)