২০২৩ সালে রসায়নে নোবেল পুরষ্কার পেলেন আমেরিকান তিনজন রসায়ন বিজ্ঞানী

২০২৩ সালে রসায়নে নোবেল পুরষ্কার পেলেন আমেরিকান তিনজন রসায়নবিজ্ঞানী আলেক্সেই একিমভ, মঞ্জি বাবেন্ডি, এবং লুই ব্রুস। “কোয়ান্টাম ডট( ন্যানোপার্টিক্যাল)” আবিষ্কারের জন্য এই পুরস্কার পান।

প্রফেসর মঞ্জি বাবেন্ডি (Moungi Bawendi) ১৯৬১ সালে প্যারিসে জন্ম গ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। পরবর্তীতে এম আই টি তে শিক্ষকতায় যোগ দেন।

প্রফেসর লুই ব্রুসের (Louis Brus) ১৯৪৩ সালে ওহাইওর ক্লিভল্যান্ডে জন্ম লাভ করেন। তারপরে ১৯৬৯ সালে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন।

আলেক্সেই একিমভের (Alexei Ekimov) রাশিয়ায় (প্রাচীন সোভিয়েত ইউনিয়ন) ১৯৪৫ সালে জন্ম লাভ করেন। ১৯৭৪ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ফিজিক্যাল টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে পিএইচডি অর্জন করেন। এর পরে কর্মজীবনে নিউইয়র্কের ন্যানোকৃস্টাল টেকনোলজি কোম্পানির প্রাক্তন প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কোয়ান্টাম ডটস (QDs), যাকে সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টালও বলা হয়। এটি হল ন্যানোমিটার আকারের (জিরো ডাইমেনশন) সেমিকন্ডাক্টর কণা, যা কোয়ান্টাম মেকানিক্সের ইফেক্টের ফলে বিশেষ অপটিক্যাল এবং ইলেকট্রনিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা বড় কণাগুলির থেকে সম্পূর্ণ আলাদা। কোয়ান্টাম ডটগুলির আলোচিত প্রয়োগগুলির মধ্যে রয়েছে একক-ইলেক্ট্রন ট্রানজিস্টর, জটিল সার্কিট , সোলার সেল, কিউএলইডি, লেজার, একক-ফোটন উৎস , দ্বিতীয়-হারমোনিক জেনারেশন, মাইক্রোইলেকট্রনিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, কোষ জীববিজ্ঞান গবেষণা, মাইক্রোস্কোপি এবং মেডিকেল ইমেজিং সহ নানা প্রযুক্তিতে। এই প্রযুক্তি ব্যবহারে ছবির গুণ এবং মানের ব্যাপকভাবে উন্নতি করা সম্ভব হয়েছে। এই পুরস্কারের মধ্যদিয়ে ন্যানো টেকনোলজিতে নতুন দিগন্ত যুক্ত হলো এবং তরুণ গবেষণাকরা এই ফিল্ডে কাজ করার উদ্দীপনা পাবে বলে মনে করেন ন্যানো গবেষকেরা।

#NobelPrize
#CURHS