𝐄𝐫𝐚𝐬𝐦𝐮𝐬 𝐌𝐮𝐧𝐝𝐮𝐬 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐔𝐧𝐤𝐧𝐨𝐰𝐧 𝐅𝐚𝐜𝐭𝐬 & 𝐆𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐧𝐭𝐬

140 Students from 🇧🇩 , 3rd position in 143 countries

Erasmus Mundus scholarship ইউরোপের মোস্ট প্রেস্টিজিয়াস ফুল ফান্ডেড স্কলারশিপ। ওর্লাড নোন এই স্কলারশিপ হোল্ডার রা ২ বছরের মাস্টার্স এর জন্য (49000 – 51600)€ ইউরো স্টাইপেন্ড পায়। অর্থাৎ আপনার টিউশন ফি, প্লেন ফেয়ার, রিলোকেশন ফি, মেডিকেল ইন্সুরেএন্স, থাকা, খাওয়া, হাত খরচ এর সকল খরচ বহন করে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া এই ইরেস্মাস মোবিলিটিতে আপনি ইউরোপের ২-৪ টি দেশের নামকরা ইউনিভার্সিটিতে ফ্রি পড়ার সুযোগ পাবেন, কালচালার ডাইভার্সিটিতে নিজেকে আপগ্রেড করার সুযোগ পাবেন এবং ওয়ার্ল্ড এর জায়ান্ট কোম্পানি অথবা বিশ্বের সেরা ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ এর সুযোগ পাবেন।

ইরেস্মাস এ প্রায় ১৫০ টির মত প্রোগ্রাম থাকে এবং আপনার ব্যাচেলর সাবজেক্ট এর সাথে মিলে এরকম প্রোগ্রাম গুলায় আপনি এপ্লাই করতে পারবেন। কোনো কোনো প্রোগ্রামে ব্যাচেলর কমপ্লিট থাকলেই (সাবজেক্ট মিলতে হয় না) এপ্লাই করা যায় তবে আপনার ওভারল প্রোফাইল আর ওই প্রোগ্রাম এর অবজেক্টিভ এর মাঝখানে মিল থাকতে হয়। আগে এরকম নিয়ম ছিলো সর্বোচ্চ ৩ টি প্রোগ্রামে আপনি এপ্লাই করতে পারবেন বাট এখন এরকম কোনো বাধ্যবাধকতা নেই।

এবার আসি মূল কথায়। এই স্কলারশিপ এর জন্য নিজের প্রোফাইল কিরকম হওয়া উচিত অথবা নিজেকে কিভাবে ফিট করতে হয়? ইরেস্মাস অথোরিটি যেই জিনিস গুলোর উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করবে….

• 𝐂𝐆𝐏𝐀
• 𝐂𝐕 (𝐄𝐮𝐫𝐨𝐩𝐚𝐬𝐬)
• 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐏𝐮𝐫𝐩𝐨𝐬𝐞/𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐞𝐭𝐭𝐞𝐫
• 𝐑𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫
• 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 & 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬, 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧
• 𝐈𝐄𝐋𝐓𝐒
• 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰

প্রতিটি পার্টে আলাদা নাম্বার থাকে যেমন: CGPA 35%, CV 15%, SOP 10%, Recommendations 10%, IELTS 10%, Interview 20% এবং টোটাল ১০০ এর মধ্যে যাদের মার্ক বেশি হয় তারাই সিলেক্টেড হয়। প্রতিটি প্রোগামে ৩-১০ টির স্কলারশিপ এর সিট থাকে আর এই ১০ টি সিটের জন্য আপনার সাথে ফাইট করবে বিশ্বের আরো 130-140 টি দেশের স্টুডেন্ট। তাই কম্পিটিশন কি লেভেল এর বুঝতেই পারছেন। কিন্তু খুশির সংবাদ এই যে প্রতি বছরেই বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন স্টুডেন্ট এই স্কলারশিপ এর জন্য নোমিনেটেড হয় এবং এই বছর টোটাল ১৪৩ জন স্কলারশিপ পেয়ে পুরো বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। তাই এই স্কলারশিপ পাবার সম্ভাবনা আপনার ও আছে। মোস্ট প্রোগ্রাম গুলার সিলেকশন প্যাটার্ন একইরকম, কিছু কিছু প্রোগ্রামে ইন্টারভিউ হয় না জাস্ট আপনার পুরো প্রোফাইল দেখে আপনাকে সিলেক্ট/ রিজেক্ট করবে। কোনো কোনো প্রোগ্রামে IELTS এর জায়গায় MOI (Medium of Instruction) দিয়ে আপনি এপ্লাই করতে পারবেন। প্রতিটি পার্ট সামান্য একটু আলোচনা করছি।

………………………………………………………………………………………………………………………

𝐂𝐆𝐏𝐀: ইরেস্মাসে এপ্লাই এর জন্য আপনার CGPA 3.00 (most cases) আপনি এপ্লিকেশন এর জন্য এলিজিবল। কিন্তু স্কলারশিপ পাওয়ার জন্য High CG আপনাকে অনেকাংশে এগিয়ে রাখবে। Erasmus এর বেশিরভাগ প্রোগাম গুলোতেই স্টুডেন্ট সিলেকশন ক্রাইটেরিয়াতে CGPA এর পোর্শন ২০%-৬০% (It varies program wise) অর্থাৎ আপনাকে যদি ১০০ তে মার্কিং করা হয় তাহলে ২০%-৬০% মার্ক যোগ হবে ব্যাচেলর CGPA এর জন্য। বুঝতেই পারছেন সবচেয়ে ভাইটাল পার্ট এটা। High CG থাকলে খেলা শুরুর প্রথমেই আপনি অনেক ক্যান্ডিডেট থেকে এগিয়ে আছেন। CGPA আপনার ৪ বছরের কষ্টের ফসল এন্ড ভালো CGPA এর জন্য আপনার অবশ্যই কষ্ট করতে হয়েছে, ধৈর্য্য দরকার হয়েছিলো, And an selection board always used to welcome a student with those qualities like hard work & patience.

Now what will happen if you have a moderate or low CG? এই যে বললাম না ইরেস্মাস এর সিলেকশন ক্রাইটেরিয়া সব সময় Holistic Review এর মাধ্যমে হয় অর্থাৎ আপনার উপরের ক্রাইটেরিয়ার কোনো ১/২ টা জিনিস কম থাকলেও তা কভার করে আপনি স্কলারশিপ এর জন্য সিলেক্টেড হতে পারেন। মানে ধরেন আপনার CG কম কিন্ত আপনি একটি অসম্ভব সুন্দর SOP লিখলেন, আপনার ২ জন প্রফেসরে আপনাকে নিয়ে excellent দুইটা রিকমেন্ডেশ লিখলো, ইন্টারভিউ এ আপনি প্রফেসরদের চমৎকার ভাবে বুঝালেন আপনি একটা পটেনশিয়াল ক্যান্ডিডেট, all those things can make you stand out. And I am an example of a student with a moderate CG. (3.38 in bachelor)

………………………………………………………………………………………………………………………

𝐒𝐎𝐏: সব প্রোগ্রামেই ৫০০-১৫০০-word এর মত একটা SOP লিখতে হয়। এন্ড স্কলারশিপ এর মোস্ট ইম্পোরট্যান্ট ক্যাটাগরির মধ্যে SOP এর একটা। SOP এর ওয়ার্ড লিমিট প্রোগ্রাম টু প্রোগাম ভ্যারি করে। SOP তে আপনি খুব স্বল্প ভাষায় যেই আন্সার গুলা দিবেন

অতীতে কি করেছেন (Research/publication, achievement/award)?

এখন কি করছেন (current research/ job/ any lab experience)?

ফিউচারে কি করতে চান (In Erasmus Mundus MS & After 5/10 years)?

Why you are a potential candidate for this program?

What kind of research work do you want to conduct in this program?

How your work serves the community or overall humanity?

এন্ড আপনার এই প্রতিটা উত্তর একটার সাথে আরেকটা কানেক্টেড থাকতে হবে। যদি ৫ টা প্যারাগ্রাফ থাকে তাহলে একটা প্যারাগ্রাফ পরে যাতে দ্বিতীয় প্যারাগ্রাফ পরার আগ্রহ জাগে। প্রথম প্যারায় কোনো যদি প্রশ্ন থাকে দ্বিতীয় প্যারায় যাতে থাকে আপনি সেই প্রশ্নের উত্তর টা কিভাবে খুঁজেছেন অথবা খুজতে গিয়ে নতুন কি পেয়েছেন অথবা নিজের ভিতরের কি স্কিল ডেভলাপ করেছেন।

ধরেন আপনি একটা পাব্লিকেশন করেছেন এটা আপনার এচিভমেন্ট কিন্তু প্রফেসর আপনার এই এচিমেন্ট থেকেও যেই জিনিস টা অধিক গুরুত্ব দিবে তা হলো এই পাবলিকেশন করতে গিয়ে আপনি নিজের কি কি কোয়ালিটি ডেভলাপ করেছেন এন্ড এই কোয়ালিটি গুলা আপনি তার ল্যাবে কিভাবে ইউটিলাইজ করবেন। মোদ্দাকথা আপনার ভেতরে যে কিউরিওসিটি আছে তা বুঝাতে হবে, কিউরিসিটি থেকে আপনি যে স্ট্র্যাটেজিক রিসার্চ এ নেমছেন তা বুঝাতে হবে, রিসার্চে এ নেমে আপনি কি এচিভ করেছেন অথবা নতুন কি প্রশ্ন আপনার মাঝে তৈরি হয়েছে তা লিখবেন।

নতুন যে প্রশ্ন আপনার মাঝে তৈরি হয়েছে তা আপনি যেই প্রোগ্রামে যেতে চাচ্ছেন তার সাথে কতটা রিলেভ্যান্ট অথবা ওখানে আপনি এই রিসার্চ করতে পারবেন কি না তা ও লিখতে পারেন। SOP এর ওয়ার্ড লিমিটেশন অনেক বড় একটা ব্যাপার, আপনার প্রোগ্রামে কত ওয়ার্ডে SOP লিখতে হবে তা দেখে ড্রাফট শুরু করুন, রিভিউ করুন, এক্সপার্ট দিয়ে রিভিউ করিয়ে সাবমিট করুন। মোটকথা কম হলেও ১ মাস সময় দিন SOP এর উপর।

………………………………………………………………………………………………………………………

𝐂𝐕: ইরেসমাসে আপনার ইউরোপাস CV সাবমিট করতে হবে। এই ফরমেট গুগলে পাবেন। স্ট্যান্ডার্ড CV হবে দুই পেইজের। CV তে ক্লাস ৫ & ৮ এ বৃত্তি পেয়েছেন কি না, SSC/ HSC তে এপ্লাস পেয়েছেন কি না তা লিখার প্রয়োজন নেই। CV তে যা যা এড করবেন তা হলো

1) Identity
2) Bachelor & MS result (add if any thesis/research project you conducted)
3) Research /lab experience
4) Published article or article in review or progress
5) Any award/scholarship/grant you have won
5) Any skill you developed relevant to your program (Statistical /Programming skills)
6) IELTS score
7) Reference

মনে রাখবেন আপনার CV দেখেই ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করা হবে, SO এমন কিছু লিখবেন না যা থেকে প্রশ্ন করলে আপনার কাছ থেকে উনারা স্যটিস্ফেক্টরি আন্সার পাবে না।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 /𝐒𝐤𝐢𝐥𝐥𝐬/𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: ইরেস্মাসের জন্য যেই জিনিস টা আপনাকে অনেক ক্যান্ডিডেট থেকে এগিয়ে নিবে তা হলো রিসার্চ স্কিল, এক্সপেরিয়েন্স, পাবলিকেশন। একটা কনফারেন্স পেপার অথবা জার্নাল পেপার থাকা মানে অনেক বড় ব্লেসিং। ইরেসমাসের যেকোনো প্রোগামেই রিসার্চ স্কিল/এচিভমেন্টকে খুবই গুরুত্ব দেয়া হয়। পাব্লিসড যদি না হয়ে যদি রিভিউ অথবা আন্ডার প্রগেস ও থাকে সেটাও হাইলাইট করতে পারেন। যদি তা ও না থাকে ব্যাচেলর এ যে থিসিস অথবা প্রজেক্ট করেছেন তা নিয়েই গুছিয়ে লিখুন SOP তে। আপনার যেকোনো রিসার্চ প্রজেক্ট, এনি রিসার্চ সফটওয়্যার অপরেশন, কোনো ছোটখাটো প্রজেক্টেও যদি এসিট্যান্ট হিসেবে কাজ করুন তা তুলে ধরুন SOP তে। হতে পারে খুবই ছোট কোনো কাজ তবে তা আপনি খুবই প্যাশন নিয়ে করেছেন, প্রচুর শ্রম দিতে হয়েছে এন্ড তা কিছু লেসন পেয়েছেন তাই লিখুন। আপনি নিজেও জানেন না আপনার কোন স্কিল/ কোন প্রজেক্ট এর কোন কি ওয়ার্ড টা আপনাকে ইন্টারভিউ এর জন্য নমিনেটেড করে দিবে।

………………………………………………………………………………………………………………………

𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰: ইন্টারভিউ সবসময় আপনি ডোমিনেট করবেন, মানে হলো ইন্টারভিউ এর কোন ডিরেকশনে যাবে তা আপনি চুজ করবেন। ধরেন আপনি R প্রোগামিং ভালো জানেন তা CV তে লিখলেছেন ও. এখন প্রফেসর আপনাকে এই রিলেটেড কোনো প্রশ্নই করলো না এর মানে আপনি আপনার এই স্কিল টা শো অফ করতে পারবেন না। কিন্তু ধরেন আপনার একটা পাবলিকেশন আছে যেটাতে আপনি এই স্কিল টা ইউস করেছেন এবং আপনাকে ঐ পেপার সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলো তখন আপনি আন্সার দিতে দিতে বলতে পারেন এই পেপার করতে গিয়ে আমি R এর নলেজ ডেভলাপ করেছি যাতে আপনাকে ফলো আপ প্রশ্ন করলে R থেকে করে, এন্ড আপনি এই বিষয়ের খুঁটি নাটি আরো অনেক বিষয় বলতে পারেন।

ইন্টারভিউ গুলো প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিফার করে, কোনো কোন গুলা হয় সাবজিক্টিভ বেইস, কোনো গুলা কম্পেটেন্সি বেইজ, কোনোটায় বোথ । আমি এখন পর্যন্ত ৩ টা ইন্টারভিউ ফেইস করেছি। ইরেস্মাসের সাব্জেক্টিভ বেইজ ইন্টারভিউ এ আপনাকে সাব্জেক্টিভ প্রশ্ন করা হবে, আমাকে করা হয়েছিলো সোশাল সাইকোলজি থেকে, ইন্ড্রাস্টিয়াল সাইকোলজি থেকে, স্ট্যাটিস্টিক্স থেকে। এর পাশাপাশি মোটিভেশনাল ফ্যাক্টর, ফিউচার প্রাস্পেক্টিভ ও CV থেকে অনেক প্রশ্ন করেছিলো। পাশাপাশি আমাকে দেয়া হয়েছিলো এবস্ট্রাকট এনালাইসিস। ৫ মিনিট সময়ের মধ্যে একটা এবস্ট্রাকট দেখে আমাকে পুরো রিসার্চ পেপার ডিসকাস করতে হয়েছে।

কম্পিটেন্সি বেইজ ইন্টারভিউ তে আপনাকে যে প্রশ্ন গুলা করতে পারে তা হলো, আপনার মোটিভেশানল ফ্যাক্টর, আপনার CV এর মোস্ট স্ট্রং এন্ড Weak part, আপনার সবচেয়ে Strong and Weak দিক এবং স্পেশিফিক একটা সিনারিও দিয়ে আপনার করণীয় কি এই টাইপ কোয়েশ্চান। অথবা ইন্টারভিউ হতে পারে বোথ, কমিটেন্সি এন্ড সাবজেক্টিভ বেইজ। অথবা জাস্ট আপনার সাথে আড্ডা দেয়ার ছলে, আপনি এখন কি করছেন এই সমস্ত প্রশ্ন করতে করতে আপনার উওর থেকেই ফলো আপ কোয়েশ্চান করতে করতে আপনার ইন্টারভিউ হবে। মনে রাখবেন একটা ওয়েল এটেন্ডেড ইন্টারভিউ আপনার অন্য সব ডেফিসিয়েন্সিকে পেছনে ফেলে আপনাকে সিলেক্ট করিয়ে দিতে পারে। কোন প্রোগামের ইন্টারভিউ কেমন হবে তা ঐ প্রোগামে যে গেছে সেই বলতে পারবে। কিন্তু প্রতিবছর ওরা একই প্রশ্ন করে না এবং ইন্টারভিউ এর প্যাটার্ন ও চেইঞ্জ হয়ে থাকে। মোদ্দাকথা SOP & CV ও Interview সব গুলোতেই আপনার মাঝে যে একটা রিসার্চ ইনসাইট আছে সেটা বুঝাতে হবে।

………………………………………………………………………………………………………………………

𝐈𝐄𝐋𝐓𝐒: IELTS এ ৬.৫ ম্যাক্সিমাম প্রোগামের রিকুয়ারমেন্ট, কোনো প্রোগামে আবার ৭.০০ চায়, কোনো কোনো প্রোগামে ৬.০০ দিয়েও এপ্লাই করা যায়। আপনি ব্যাচেলর যদি English এ করে থাকেন তাহলে কিছু প্রোগামে IELTS এর অল্টারনেটিভ হিসেবে Medium of Instruction দিয়ে এপ্লিকেশন করতে পারবেন। আরেকটি পোস্টে আমি IELTS ওর ফুল প্রিপারেশন নিয়ে বিষদ লিখবো।

………………………………………………………………………………………………………………………

𝐑𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧: খুবই crucial part. আপনার সম্পর্কে আপনার বর্তমান প্রফেসর কি মনোভাব ধারণ করেন তা স্কলারশিপ অথোরিটির কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার সম্পর্কে আপনার বর্তমান প্রফেসর এর গুণগান করতে হবে। তবে এই গুণগান হতে হবে যথেষ্ট স্ট্র্যটেজিক ও কৌশলী। দুইটা স্ট্যাটমেন্ট লক্ষ্য করুন।

১) রহিমের গবেষণায় আগ্রহ ও দক্ষতা চমৎকার।
২) রহিম আমার আন্ডারে যখন ব্যাচেলর প্রজেক্ট করেছিলো শেষ কিছুদিন এমন ও সময় গেছে যে ওর ৬ ঘন্টা ক্লাস করে বাকি ৬ ঘন্টা ওর আমার সাথে ল্যাবে কাজ করতে হয়েছে। খুবই অল্প সময়ে ও যেভাবে গুছিয়ে লিটারেচার রিভিউ করেছে তা শুধুমাত্র কোনো এক্সট্রাওর্ডিনারি আন্ডারগ্রেড স্টুডেন্ট এর থেকে আশা করা।

আপনার প্রফেসর আপনাকে ভালো বললে তার পেছনে স্পেসিফিক ঘটনা বলতে হবে যে কোন ঘটনার প্রেক্ষিতে আপনি ভালো? আমার প্রফেসর যদি বলে আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ ভালো বলতে হবে কোন ঘটনা থেকে তিনি এটা বুঝতে পেরেছেন।একটা গৎবাধা রিকমেন্ডেশন আর একটা ওয়েল স্ট্রাকচারড রিকমেন্ডেশন এর পার্থক্য এই যে স্ট্রাকচারাল রিকমেন্ডেশনে প্রফেসর বলবে আপনার মধ্যের নোভেল কোয়ালিটিগুলা তিনি কিছু স্পেশিফিক ঘটনা থেকে আবিষ্কার করেছে যা খুব কম সংখ্যক স্টুডেন্ট এর মধ্যেই তিনি পেয়েছেন। এরকম কয়েকটা ঘটনা ৪/৫ টা প্যারাগ্রাফের মধ্যে সাজিয়ে আপনার কোয়ালিটি গুলা আপনার প্রফেসর ডেস্ক্রাইব করবে। মনে রাখবেন রিকমেন্ডেশনে আপনি অনেক কাইন্ড কি না এটা থেকে আপনি গবেষণায় তুখোড় কি না এটা বেশি জরুরি। শেষে আপনার প্রফেসর আপনাকে পার্সেন্টাইল রেটিং দিতে পারে যে আপনার ক্লাসে ১০০ জন ছাত্র থাকে আপনি কত পার্সেন্ট এর উপরে আছেন।

যদি আপনার রিকমেন্ডার আপনাকে রিকমেন্ডেশন এর ড্রাফট দিতে বলে তাহলে এই সব গুলো জিনিস মাথায় নিয়ে লিখতে বসুন। খুব বেশি বাড়িয়ে এমন কিছু লিখবেন না যা সম্পর্কে আপনার ধারণাই নেই, কারণ আপনাকে ইন্টারভিউ তে যেকোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন।

………………………………………………………………………………………………………………………

মোস্ট প্রোগাম গুলোর এপ্লিকেশনের পর সেরা (CG, CV, IELTS,SOP, Recommendation দেখে) ১০% এপ্লিক্যান্ট ভাইবায় ডাকা হয় এখান থেকে ম্যাক্সিমাম ০.৫%-১% স্টুডেন্ট ফুল ফান্ড পায় Ranking অনুযায়ী বাকি ৩%-৪% কে ওরা পার্শিয়াল ও সেল্ফ ফান্ড অফার করে। প্রোগ্রাম টু প্রোগ্রাম সিলেকশন প্যাটার্ন ভিন্ন হয়।

ব্যাচেলর এর পরে আমি প্রায় ২ বছর সময় নিয়েছিলাম পুরো প্রিপারেশন এর জন্য। এর মধ্যে আমি মাস্টার্স কম্পলিট করেছি, IELTS & Duolingo দিয়েছি, একটা পেপার পাব্লিকেশন ও ৩ টি রিভিউ তে ছিলো। এছাড়া যে স্কিল গুলো ডেভলাপ করেছিলাম তার মধ্যে স্ট্যাটিস্টিক্স ও R প্রোগামিং খুবই কাজে লেগেছে। আপনার ইন্টেডেড ফিল্ডে যে স্কিল দরকার আপনার উচিত তা ডেভলাপ করা। এছাড়াও আমার রিসার্চ এক্সপেরিয়েন্স, স্ট্রাকচারড SOP এবং Well-articulated Recommendations এর জন্য এপ্লাই করা প্রতিটি প্রোগামেই আমি শেষ রাউন্ড পর্যন্ত গিয়েছিলাম। এর মধ্যে ১ টা সেল্ফ ফান্ডের জন্য (Global MIND), ১ টা পার্শিয়াল ফান্ড (Cyberpsychology) এবং একটা ফুল ফান্ডেড অফার পাই (WOP-P).

এইবার 𝟐𝟎𝟐𝟑-𝟐𝟓 𝐜𝐨𝐡𝐨𝐫𝐭 এ 𝐂𝐡𝐢𝐭𝐭𝐚𝐠𝐨𝐧𝐠 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 থেকে যারা এই স্কলারশিপ (ফুল ফান্ড) পেয়েছেন, আমি প্রোগ্রাম এর নাম সহ মেনশন করছি, স্পেসিফিক প্রোগাম রিলেটেড এক্সপেরিয়েন্স উনার কাছ থেকে জেনে নিতে পারেন।

𝟭) Kanak Biswas, 𝟮𝟬𝟭𝟯-𝟭𝟰, 𝗘𝗻𝘃𝗶𝗿𝗼𝗻𝗺𝗲𝗻𝘁𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 (যেইখানে মানুষ ১ টা ফুল ফান্ড পায় না, এই ভদ্রমহিলা দুই দুইটায় ফুল ফান্ড পেয়েছেন)

European Master in Applied Ecohydrology (Portugal, Poland, Belgium, Germany)

Master Degree in Environmental Sciences, Policy and Management (Austria, Sweden, Greece, United Kingdom)

𝟮) Mohammad Nur Ali, 𝟮𝟬𝟭𝟯-𝟭𝟰, 𝐅𝐨𝐫𝐞𝐬𝐭𝐫𝐲

Master Degree in Environmental Sciences, Policy and Management (Austria, Sweden, Greece, United Kingdom)

𝟯) Fahima Urmi, 𝟮𝟬𝟭𝟯-𝟭𝟰, 𝗘𝗻𝘃𝗶𝗿𝗼𝗻𝗺𝗲𝗻𝘁𝗮𝗹 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲

Master of Science in Geospatial Technology (Germany, Portugal, Spain)

𝟰) Md Nazmul Hasan, 𝟮𝟬𝟭𝟯-𝟭𝟰 𝗢𝗰𝗲𝗮𝗻𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆,

Coastal Hazards, Risks, Climate Change Impacts and Adaptation (Netherlands, Portugal, Spain)

𝟱) Fairooz Azim, 𝟮𝟬𝟭𝟲-𝟭𝟳, 𝗖𝗼𝗺𝗽𝘂𝘁𝗲𝗿 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 & 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴

European Master Program in Language & Communication Technology (Germany, Malta, France, Spain, Italy, Czechia, Netherlands)

𝟲) Naimur Rahman, 𝟮𝟬𝟭𝟲-𝟭𝟳, 𝗖𝗼𝗺𝗽𝘂𝘁𝗲𝗿 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 & 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴

EMJMD Program on the Engineering of Data-intensive Intelligent Software Systems (Finland, Spain, Italy, Sweden)

𝟳) Mazharul Islam Sajeeb, 𝟮𝟬𝟭𝟱-𝟭𝟲, 𝗠𝗮𝗿𝗶𝗻𝗲 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 & 𝗙𝗶𝘀𝗵𝗲𝗿𝗶𝗲𝘀,

International Master of Science in Marine Biological Resource (Belgium, Sweden, Ireland, Norway, France, Portugal, Spain, Italy)

𝟴) Saad Ahmed Sami, 𝟮𝟬𝟭𝟰-𝟭𝟱, 𝗣𝗵𝗮𝗿𝗺𝗮𝗰𝘆

Erasmus Mundus MSc in Chemical Innovation and Regulation (Portugal, Italy, Spain)

𝟵) Suma Islam , 𝟭𝟑-𝟭𝟒, 𝗭𝗼𝗼𝗹𝗼𝗴𝘆

EMJM Aquaculture, Environment & Society (Greece, United Kingdom, France)

𝟭𝟬) আমি 🙂

11)…………. (নাম প্রকাশে অনিচ্ছুক)
Theoretical Chemistry and Computational Modelling (Spain, France, Italy, Netherlands, Belgium)

12) Anamika Das , 15-16 Oceanography

Coastal Hazards – Risks, Climate Change Impacts and Adaptation (Netherlands, Portugal, Spain)

She rejected coasthazar offer actually and accepted another offer of Old Dominion University at Georgia USA, MS in Ocean & Earth Science.

13) Zishan Amin 𝟭𝟰-𝟭𝟱 𝗠𝗮𝗿𝗶𝗻𝗲 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲

Marine Environment Plus (Spain, France, United Kingdom, Belgium)

এছাড়াও এই বছর আমার পরিচিত যারা অন্যান্য প্রোগামে যাচ্ছে

1) Arnob Sazid
Erasmus Mundus Joint Master In Intelligent Field Robotic system

2) Yeasir Arafat Rubel
DOC NOMADS Erasmus Mundus Masters Course

3) Mohammad Rayhan
ACES-STAR- Aquaculture, Environment and Society

4) Syeda Fahmida Ahmed Emu
EU-CONEXUS – Erasmus Mundus Joint Master Programme in Marine Biotechnology

5) Shahidul Islam
MER – Erasmus Mundus Master Degree in Marine Environment

………………………………………………………………………………………………………………………..

কিছু ডার্ক সাইট শেয়ার করি, এই স্কলারশিপ টা হবার আগ পর্যন্ত আমার অনেকগুলা রিজেকশন হেন্ডেল করতে হয়েছে, তাই স্কলারশিপ অথবা হাইয়ার স্টাডির প্রিপারেশন নিতে গেলে রিজেকশন খাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন। অনেকের একাধিক বার IELTS দিতে হয়। 2nd/3rd round এ গিয়ে একটা জার্নাল থেকে আপনার পেপার টা রিজেক্ট হতে পারে।আপনি অনেক Worthy candidate হবার পরেও ফাইনাল রাউন্ডে বাদ পরে যেতে পারেন কারণ হয়তো সেইবারের এপ্লিকেশন পোর্টাল খুব কম্পিটিটিভ ছিলো। আর প্রতিটি প্রোগামেই ৫-১০ টার স্টুডেন্টকে তারা স্কলারশিপ দেয় যেখানে ৫০০-২০০০ স্টুডেন্ট এপ্লাই করে, সো কোনো প্রোগামে সিলেক্টেড না হলেই নিজেকে ব্লেইম করা যাবে না। এই পুরো জার্নিতে সবচাইতে বড় ফাইট করতে হয় নিজের সাথে, নিজের মেন্টাল হেলথ এর সাথে, নিজের এক্সপেকটেশন ও রিয়েলিটির ডেফিসিয়েন্সি এর সাথে। এতো কম্পিটিশনের পরেও বাংলাদেশ থেকে প্রতিবছর around 150 স্টুডেন্ট যদি যায় তাহলে বিশ্বাস রাখুন আপনার ও সমূহ সম্ভাবনা আছে।

In the end, you should believe every success story has a history of rejection, failure & depression. But if you have patience, perseverance, and the ability to do strategic hard work you a have fair chance to get in.

𝐁𝐢𝐬𝐡𝐚𝐥 𝐒𝐚𝐡𝐚, (𝟐𝟎𝟏𝟓-𝟏𝟔) 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧
𝐁𝐒𝐜 & 𝐌𝐒𝐜 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐲
𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐂𝐡𝐢𝐭𝐭𝐚𝐠𝐨𝐧𝐠

𝑬𝒓𝒂𝒔𝒎𝒖𝒔 𝑴𝒖𝒏𝒅𝒖𝒔 𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 𝑨𝒘𝒂𝒓𝒅𝒆𝒆 (2023-25 𝑪𝒐𝒉𝒐𝒓𝒕)
𝑴𝒂𝒔𝒕𝒆𝒓 𝑾𝒐𝒓𝒌, 𝑶𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 & 𝑷𝒆𝒓𝒔𝒐𝒏𝒏𝒆𝒍 𝑷𝒔𝒚𝒄𝒉𝒐𝒍𝒐𝒈𝒚
(𝑺𝒑𝒂𝒊𝒏, 𝑰𝒕𝒂𝒍𝒚, 𝑷𝒐𝒓𝒕𝒖𝒈𝒂𝒍, 𝑩𝒓𝒂𝒛𝒊𝒍, 𝑼𝒏𝒊𝒕𝒆𝒅 𝑺𝒕𝒂𝒕𝒆𝒔)

See less