MOI Certificate এর আবেদন ফরমের সাথে যে সকল ডকুমেন্ট জমা দিবেন

MOI Certificate এর আবেদন ফরমের সাথে যে সকল ডকুমেন্ট জমা দিবেনঃ

১. বিভাগীয় চেয়ারম্যান/অধিভুক্ত কলেজের অধ্যক্ষ কর্তৃক ইস্যুকৃত MOI Certificate এর ফটোকপি।

২. অর্জিত ডিগ্রী/ডিগ্রীসমূহের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।

৩. Bachelor Degree -র সর্বশেষ মার্কশীটের ফটোকপি।

৪. Master Degree/Others Degree -র অর্জিত সর্বশেষ মার্কশীটের ফটোকপি।

অর্থাৎ আপনি যে Course/Program/ Degree/Degree সমূহের MOI Certificate নিতে চান, সে সকল Course/Program/ Degree/Degree-সমূহের সর্বশেষ মার্কশীট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।

৫. পে-অর্ডারের হিসাবঃ

নরমাল হলে (প্রতি কপি) =৩০০/-টাকার ১টি পে-অর্ডার, জরুরী হলে (প্রতিকপি) =৪০০/- টাকার ১টি পে-অর্ডার অগ্রণী ব্যাংক চ.বি. শাখা থেকে করবেন।

বি.দ্র.: একের অধিক কপি MOI Certificate নিতে চাইলে (টাকা হিসাব করে) Per Person রাউন্ড ফিগারের ১টি পে-অর্ডার করবেন।