নোবেল বিজ্ঞান বক্তৃতা

নোবেল বিজয়ের পেছনের আবিষ্কার ও তার বৈজ্ঞানিক প্রভাব নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছেনোবেল বিজ্ঞান বক্তৃতা যেখানে এবছর পদার্থবিদ্যা, রসায়ন, ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন শীর্ষস্থানীয় গবেষকরা।

📅 তারিখ: ৩০ নভেম্বর ২০২৪ (শনিবার)
📍 স্থান: জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তন (পুরাতন সার্কিট হাউজ)

🗣️: স্পিকার প্যানেল :

➡️ ড. সুমিত মজুমদার;
সহকারী অধ্যাপক,
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, চুয়েট।

➡️ ড. মো: মাহবুব হাসান;
সহকারী অধ্যাপক,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

➡️ ড. মোঃ মুরশেদ হাসান সরকার; 
রিসার্চ অফিসার, বিসিএসআইআর। 

পৃষ্ঠপোষকতায়: এসপেরিয়া হেলথকেয়ার লিমিটেড
আয়োজক: দৃষ্টি চট্টগ্রাম
ম্যাগাজিন পার্টনার: বিজ্ঞানচিন্তা

উক্ত অনুষ্ঠানে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি থাকছে সহ আয়োজক হিসেবে। থাকছে আরও বিজ্ঞানের অভূতপূর্ব ও সম্ভাবনাময় আবিস্কারের সুন্দর সব বিশ্লেষণ ও ব্যাখ্যা।

তাই আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করে এখনই যুক্ত হয়ে নিন আমাদের সাথে।

Event Registration Form